রাজু আহমেদ: প্রকাশিত ১২ মার্চ ২০২৫
পল্লবী থানার ভিতরে ও আশপাশে মশার উৎপাত চরম আকার ধারণ করেছে। থানার সামনে কিংবা ভিতরে বসা বা হাঁটাচলা করাই এখন দুষ্কর হয়ে পড়েছে মশার অতিরিক্ত যন্ত্রণায়।
আজ সন্ধ্যায় পল্লবী থানার সামনে চায়ের দোকানে বসতে গেলে কিংবা থানার ভেতরে প্রবেশ করলেই দেখা যাচ্ছে, অসংখ্য মশা মুহূর্তেই ঘিরে ধরছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো সমাধান দেখা যাচ্ছে না।
এবিষয়ে পল্লবী থানার একাধিক পুলিশ সদস্য বলেন, থানার সামনে সিটি কর্পোরেশনের কার্যালয় ও ২নং ওয়ার্ড কাউন্সিল অফিস থাকার পরও এখানে মশা নিধনের ঔষধ ছিটানো হয়না।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা জরুরি। দ্রুত মশা নিধনে কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।