রাজু আহমেদ; শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪।
অন্তর্বর্তীকালীন সরকারের ভুমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবি পার্টির আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাননীয় উপদেষ্টাকে আজ দুপুর ৩ টার দিকে অসুস্থ অবস্থায় ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যু কথা নিশ্চিত করেন। তিনি ছিলেন বাংলাদেশের আইন জগতের এক উজ্জ্বল নক্ষত্র। হাসান আরিফ ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।
তিনি ১৯৭০ সাল থেকে আইন পেশার সঙ্গে জড়িত আছেন। তিনি ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। নেতৃবৃন্দ তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।