রাজু আহমেদ; রবিবার ১২ জানুয়ারি ২০২৫ইং,
ঢাকা; ঢাকা মহানগর উত্তর বিএনপির ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার আহসান উল্লাহ হাসান স্মৃতি সংসদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমিন। মরহুম কমিশনার হাসান উল্লাহর স্ত্রী ও সন্তানেরা শীতবস্ত্র বিতরণে অংশ নেন।
অনুষ্ঠানে শতাধিক অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়। শীতবস্ত্র নিতে আসা মানুষেরা লাইন ধরে আনন্দের সঙ্গে উপহার গ্রহণ করেন। বিকেল ৩টায় শুরু হওয়া এ কর্মসূচি সোয়া ৪টায় শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে বেগম সেলিমা রহমান বলেন, “মরহুম কমিশনার হাসান উল্লাহর আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, দেশে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। মানুষের মাঝে স্বস্তি ফিরে আসুক এবং বিএনপি যেন ক্ষমতায় ফিরে এসে মানুষের কল্যাণে কাজ করতে পারে।”
বিশেষ অতিথিরা মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানটি স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে এবং উপস্থিত মানুষেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।