রাজু আহমেদ: ১২ ফেব্রুয়ারী ২০২৫ইং
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ৫ আগস্টের পর দেশে আওয়ামী লীগ বলে কিছু নেই, সবাই বিএনপি হয়ে গেছে। কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে দলটির সুনাম ক্ষুণ্ন করছে বলেও তিনি অভিযোগ করেন।”
রাজধানীর মিরপুর পল্লবী মুসলিম বাজার (ঈদগাহ মাঠ সংলগ্ন) বুধবার (১২ ফেব্রুয়ারি) পল্লবী ২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক। তিনি আরও বলেন, “আপনারা যারা এলাকায় রয়েছেন, সতর্ক থাকবেন যাতে আওয়ামী লীগের দোসররা বিএনপির ভেতরে অনুপ্রবেশ করতে না পারে। আমাদের কাছে কোনো অভিযোগ আসলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”
২ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত সফল এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।