বৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কাউন্সিলরের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ৬, ২০২৩ ১:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ একাত্তর/রাজু আহমেদ:

২নং ওয়ার্ড বাসিকে সুরক্ষা ও সেবা দেয়ার বদলে বিভিন্ন হয়রানিসহ দোকান এডভান্সের টাকা আত্মসাত করায় ডিএনসিসি’র ২নং ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক জিডি ও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এর আগে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় কাউন্সিলর সাজ্জাদকে পল্লবী থানা বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় বিএনপি।

বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ২০১৫ সালে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এরপর আবারও বিএনপির সমর্থন নিয়েই ২০২০ সালে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন সাজ্জাদ। ঢাকার বিভিন্ন এলাকায় যখন বিএনপি নেতারা নিরব মামলা হামলার ভয়ে ছিলেন। তখন বিএনপির এই কাউন্সিলর আওয়ামীলীগের সাথে সখ্যতা গড়ে  বেশ দাপটের সাথেই এলাকায় সক্রিয় ছিলেন। আটক বা জেল খেটেছেন এমন তথ্য পাওয়া যায়নি।

অভিযোগ উঠেছিলো আওয়ামীলীগের ক্ষমতাসীন দলের সঙ্গে এমপির সাথে মিলেমিশেই চলেছেন কাউন্সিলর সাজ্জাদ। এই অভিযোগের সত্যতা পাওয়ায় বিএনপির সকল পদবি থেকে তাকে বহিস্কার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর ১২ নম্বর এলাকায় নিজের শশুর বাড়িতে বসবাস করেন কাউন্সিলর সাজ্জাদ। অভিযোগ রয়েছে, শশুরবাড়ি পুরোটাই দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। ২নং ওয়ার্ডে হাউজিংয়ের কিছু প্লট নিজ দখলে রেখে লাখ লাখ টাকা ভাড়া তুলছেন সাজ্জাদসহ তার লোকজন। ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার তার নিয়ন্ত্রণে। সেন্টার ভবনে নিচে চলে বিয়ে জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানের সব রানার কাজ। ফলে আগুনের তাপে সাদ ও দেওয়ালের সিমেন্ট বালু খয়ে খয়ে পড়ছে। বিভিন্ন স্থানে ফাটল ধরে চলটা নুইয়ে পড়ছে। ভবনের ভিতর ও আশেপাশে ময়লা আবর্জনায় ঢাকা। ঝুঁকিতে রয়েছে পল্লবী ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার। সেন্টারের নীচ তলায় তিনটা টয়লেট নোংরা আবর্জনায় ভরে গেছে। সেগুলো সংস্কারে কোনো উদ্যোগ নেই। যে কারনে অর্ধ যুগ ধরেই কমিনিউটি সেন্টারের ভিতরে টয়লেটের পাশে খোলা স্থানে  জরুরি কাজ প্রসাব সহ বিভিন্ন আবর্জনা ফেলে ময়লার ডাস্টবিনে পরিনত হয়েছে।

সম্প্রতি কাউন্সিলর সাজ্জাদের মারধরের শিকার এক যুবক  হয়েছেন। সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে জানা যায়, ওই যুবক কাউন্সিলর সাজ্জাদের আপন ভায়রার ছেলে। ওই যুবকের অভিযোগ, ভায়রা ভাইয়ের মৃত্যুর পর সাজ্জাদের কুনজর পরে ওই পরিবারের উপর। মা ছেলে বোনদের মধ্যে সামান্য মনমালিন্য হলেই বিশেষ উদ্দেশ্যে নিয়েই ভায়রা ভাইয়ের স্ত্রীর অভিভাবক সেজে ভায়রার ছেলের উপর নির্যাতন শুরু করেন। ছেলে কে তার মা বোনদের কাছে ঘিসতেই দিতে চায়না। এর আগে কাউন্সিলর সাজ্জাদ তার আপন ভাইয়ের ছেলে পলাশ’কে গালাগালি ও মারতে তেড়ে আসেন এমন  আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা গেছে, আপন ভাতিজাকে জনসম্মুখে অশ্লীল ভাষায় গালাগালি ও মুখে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে রেখেই মারতে তেড়ে আসেন কাউন্সিলর সাজ্জাদ।

তার আগে বাংলাদেশ একাত্তরে কাউন্সিলর অফিসে বসেই সুখটানে মগ্ন সাজ্জাদ” শিরোনামে নিউজ ভাইরাল হয়। এর আগে ওয়ার্ড বাসিকে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে থানায় সাধারণ ডায়েরি করেন  তুহিন নামে এক ব্যবসায়ী। তবুও ক্ষমতার দাপট এতটুকু কমেনি। একের পর এক ঘটনা ঘটিয়ে সমালোচনা সৃষ্টি করছেন এই কাউন্সিলর।

শুধু তাই নয়, এলাকার সড়ক ও ফুটপাতে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে হলে অলিখিত  চুক্তির মাধ্যমে কাউন্সলর সাজ্জাদের অনুমতি লাগে। দোকান করতে মাসিক ও দৈনিক চুক্তিতে টাকা দিতে হয় তাকে। টাকা না দিলে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট ডেকে উচ্ছেদ অভিযানের ভয় দেখান এই জনপ্রতিনিধি।

 

অভিযোগ রয়েছে, সিটি কর্পোরেশন এলাকার ২নং ওয়ার্ডে বিভিন্ন সড়কের পাশে ফুটপাত থাকার কথা থাকলেও গোপনে বিভিন্ন বাড়ীর মালিক ও দোকান্দারের থেকে মোটা অংকের টাকা খেয়ে ফুটপাত না করে সেখানে দোকান বাসা বাড়ীর গ্যারেজ রেখে দিয়েছেন।

সর্বশেষ কাউন্সিলর সাজ্জাদের বিরুদ্ধে পরপর কয়েকটি জিডি হয়েছে। জিডি গুলোতে কাউন্সিলরের বিরুদ্ধে হুমকী, মিথ্যা মামলা দিয়ে এ্যাডভান্সের টাকা আত্নসাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, কাউন্সিলর থেকে সিটি ক্লাব মার্কেটে ২ লাখ টাকা এ্যাডভান্স দিয়ে দোকান ভাড়া নেয়। কিন্তু, পরবর্তীতে চুক্তির মেয়াদ থাকা অবস্থায় জোর করে দোকান থেকে বের করে দেন, এ্যাডভান্সের টাকা ফেরত না দিয়ে। পরে এডভান্সের টাকার জন্য ঘুরাতে থাকে ভুক্তভোগী ভাড়াটিািয়। সর্বশেষ এ্যাডভান্সের টাকা না দিয়ে উল্টো  বিভিন্ন হুমকী-ধামকি দেয় বলে জিডিগুলোতে উল্লেখ রয়েছে।

স্থানীয়রা বলেন, কাউন্সিলর মাটির তল দিয়ে অনিয়ম দুর্নীতি করে, আওয়ামীলীগের সাথে তার রয়েছে গভির সখ্যতা। সড়ক ফুটপাত দখল বানিজ্য। সরকারি ফাঁকা প্লট বানিজ্য। পার্ক দখল বানিজ্য।  এলাকাবাসিরা রাষ্ট্রীয় ফ্রি সেবা পাওয়া-তো দুরের কথা অর্থ দিয়েও কাউন্সিলর কার্যালয় থেকে সময় মতো সেবা পাচ্ছেনা। যেমন: জন্ম নিবন্ধন, ওয়ারিশ সার্টিফিকেট, বিভিন্ন ভাতা নাগরিক সুযোগ সুবিধা ইত্যাদি। তবে তার পছন্দসই নারী পুরুষ উভয় মানুষদের সময় মতো সকল সুযোগ সুবিধা দিয়ে থাকেন।

এই বিষয়ে জানতে কাউন্সিলর সাজ্জাদের মোবাইলে গত মঙ্গলবার সারাদিন কল দেওয়া হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পল্লবীর চাঞ্চল্যকর মিলন হত্যা চেষ্টা মামলার চার আসামী গ্রেফতার

রূপনগর জুয়া ক্লাবে র‍্যাবের অভিযান: গ্রেফতার ৪৪

রাষ্ট্রপতিকে না সরানোই উত্তম: নুর

বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কপালে কোপ

বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কপালে কোপ

পল্লবীতে উচ্ছেদের ২৪ ঘন্টার মধ্যেই ফের বসেছে চোরাই মোবাইল মার্কেটঃ প্রশ্ন বিদ্ধ পুলিশের অভিযান।

পল্লবীতে সড়কে গেট লাগিয়ে নার্সারী ভাড়া: থানায় জিডি

পল্লবীতে রাশিয়া ফেরত যুবকের গলা কাটা লাশ উদ্ধার

পল্লবীতে রাশিয়া ফেরত যুবকের গলা কাটা লাশ উদ্ধার

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৮, ৫ জন বিভিন্ন বাহিনীর সদস্য:র‍্যাব

ফকিরহাটে আলমসাধুসহ ১২৫০কেজি লোহার সরঞ্জাম উদ্ধার

সরকার সিদ্ধান্ত নেবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি-না: শিক্ষামন্ত্রী