কদমতলী প্রতিনিধিঃ
কদমতলী থানাধীন এলাকা হতে ৪,৮০০ পিস ইয়াবাসহ দুইজন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
০৮/০৬/২০২১ইং তারিখ ২০.১৫ ঘটিকার সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধনীর কদমতলী থানাধীন শনির আখরা এলাকায় অভিযান পরিচালনা করে ৪,৮০০ পিস ইয়াবা, ০১ টি ভ্যানিটি ব্যাগ এবং ০১ টি মোবাইলসহ নিম্নোক্ত দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সমর্থ হয়।
আসামিরা হলো ১, মোহাম্মদ হোসেন (৩১), জেলা- কক্সবাজার। ২, আখি খানম (২৪), জেলা-টাঙ্গাইল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।