বিনোদন ডেস্কঃ
বেশ লম্বা বিরতির পর সিনেমায় ফিরেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। দুটি ছবিতে একসঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা পূর্ণিমা।
আরও একটি ছবিতে কাজ করছেন পূর্ণিমা। ছবিটির নাম ‘জ্যাম’। দুটি ছবিই নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
গাঙচিলের শুটিংয়ে নোয়াখালী রয়েছেন পূর্ণিমা। শুটিং শেষ করে তিনি কুমিল্লায় যাবেন। ভক্তদের সঙ্গে দেখা করতেই কুমিল্লায় যাচ্ছেন তিনি।
কুমিল্লা শহরে প্রাণ লাচ্ছি আয়োজিত ‘আরাম স্টেশান’ ক্যাম্পেইনে অংশ নিতে যাচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা। এ সফরে তার সঙ্গে থাকবেন জনপ্রিয় দুই অভিনেতা মিশু সাব্বির ও তামিম মৃধা।
অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন ও থাকবে কিছু পরিবেশনাও।