সাদ্দাম হোসেন মুন্না: ১২ মার্চ ২০২৫
রাজধানীর পল্লবী এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাসব্যাপী ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সহযোগিতায় ৫নং ওয়ার্ড বিএনপি।
মঙ্গলবার (১১ মার্চ) পল্লবীতে আয়োজিত এই ইফতার কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নির্দেশনায় ৫নং ওয়ার্ড বিএনপির নেতারা।
অনুষ্ঠানে ইফতার বিতরণ করেন ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস ও যুগ্ম সম্পাদক মো. সুমন। উপস্থিত ছিলেন ৯নং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মিস্টার আলী, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
এই কর্মসূচি প্রতিদিন বিকেল ৫টা থেকে আদর্শ নগর ২নং রোডে চলবে, যেখানে সুবিধাবঞ্চিতদের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর ইফতারের ব্যবস্থা থাকবে। আয়োজকরা জানান, পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ইফতার বিতরণের এ মহতী আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন।