বাংলাদেশ একাত্তর.কম/নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর রূপনগর এলাকায় জুয়ার আসরে হানা দিয়ে আট জুয়ারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। রূপনগর থানা পুলিশের নাকের ডগায় বসে দিনরাত লাখ লাখ টাকার জুয়া খেলা হলেও জানেনা রূপনগর থানা পুলিশ।
মঙ্গলবার (০২ফেব্রুয়ারী) দিনগত রাতে রূপনগর থানাধীন রোড-২৭, আবাসিকস্থ বাইতুন নুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর সামনে নামধারী যুব-মিতাস ঘরোনী উন্নয়ন সংস্থার ভিতর জুয়ার আসর থেকে জুয়ারীদের আটক করা হয়। এ সময় জুয়ার বোর্ডে রাখা তাস ও টাকা উদ্ধার করা হয়।
আটকৃত জুয়ারীরা হলেন ১। জুয়ার ঘর-মালিক মােঃ আনােয়ার হােসেন মােল্লা (৫০), পিতা-মুত হাজী আঃ সালাম মােল্লা, মাতা-সাহেরা খাতুন গ্রাম- চন্দ্রদীঘলিয়া, মোল্লা পাড়া,থানা-জেলা, গােপালগঞ্জ। বর্তমান-বাসা নং-২৯/৩৩, রূপনগর ঢাকা, ২। মােঃ রবিউল ইসলাম (৩৮), পিতা- আরশাদ ভালী মাতা-পরিমন নেহা গ্রাম-চন্দ্রদীঘলিয়া থানা-জেলা, গােপালগঞ্জ বর্তমান- বাসা নং-১৪৬, রােড নং-০৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, ঢাক।
৩। মােঃ টিপু সুলতান (৪২), পিতা- মৃত-আবুল কালাম, মাতা-মৃত-মনোয়ারি গ্রাম- চন্দ্র দীঘলিয়া থানা-জেলা-গােপালগঞ্জ, বর্তমান- বাসা নং-১৪৬, রােড নং-০৩. ইস্টার্ন হাউজিং, রূপনগর ঢাকা, ৪। মােঃ জাকির হােসেন (৫০), পিতা- মৃত-এমএ খালেক, মাতা-মৃত-নিগার সুলতানা গ্রাম- কড়াপুর থানা-বিমানবন্দর, জেলা-বরিশাল, বর্তমান- বাসা নং-০৪, রােড নং-০২, পল্লবী ঢাকা, ৫। মােঃ নজরুল ইসলাম (৫২), পিতা- মৃত-সামসুদ্দিন মাতা-সেতারা বেগম, গ্রাম ও থানা- মুন্সিগঞ্জ, জেলা-বরিশাল। বর্তমান- বাসা নং-১/১. রােড নং-১৭, রূপনগর আবাসিক এলাকা, রূপনগর ঢাকা, ৬। মােঃ শামিসুল আলম (৫৫), পিতা- মৃত- শাহআলম মাতা-মৃত মনােয়ারা বেগম, গ্রাম- শুকনী রােড থানা-জেলা-মাদারীপুর। বর্তমান- বাসা নং-৩২, রােড নং-১৮, রূপনগর আবাসিক এলাকা, রূপনগর ঢাকা, ৭। মােঃ মাসুদ (৩২), পিতা- মৃত- মােসলেম মৃধা মাতা-শাহানার বেগম গ্রাম- পাঁচগাও থানা- নড়িয়া, জেলা-শরীয়তপুর। বর্তমান- জুয়ারী আনােয়ার হােসেন মোল্লার বাসার ভাড়াটিয়া রােড নং-২৭, রূপনগর আবাসিক এলাকা, রূপনগর-ঢাকা, ৮। মােঃ ওয়াহিদুজ্জামান (৪০), পিতা- মৃত- ওয়াহাব মােল্লা মাতা-সফরনেছা গ্রাম-চন্দ্র দীঘলিয়া (মােল্লা পাড়া) থানা ও জেলা গোপালগঞ্জ। বর্তমান- বাসা নং-এফ/৫ আরামবাগ আবাসিক এলাকা, রূপনগর ঢাকা।
স্থানীয়রা বলেন, বহুদিন ধরেই আনোয়ার মোল্লার বাড়ীতে জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন ও বিক্রি হয়। অনৈতিক কার্যকলাপও চলে। রূপনগর থানা পুলিশ দিন-রাত এই এলাকা দিয়ে ঘুরাফেরা করে কিন্ত তারা কখনোই দেখেনা। দুর থেকে এসে র্যাব সদস্যরা ঠিকই জেনে অভিযান করে জুয়ার আসরের প্রধান আনোয়ারসহ আটজনকে আটক করে।
এসআই আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রূপনগর আবাসিক ২৭ নম্বর রোডে যুব-মিতাস ঘরোনী উন্নয়ন সংস্থার ভিতর জুয়ার বসাইয়াছে। সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান করি। নগদ ৬২ হাজার,৭৮০ টাকা ও তিন সেট তাস উদ্ধার করি।