সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যুবলীগের গরু নয়নের দখলদারি, অস্ত্র-মাদক সাম্রাজ্য: পলাশনগরে আতঙ্কের রাজত্ব

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার ঘনিষ্ঠ সহযোগী, পল্লবীর ত্রাস যুবলীগ নেতা পেটু নয়ন ওরফে গরু নয়ন এখনো ধরাছোঁয়ার বাইরে। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ছাত্রদের ওপর নৃশংস হামলার পর গা ঢাকা দিয়েছে এই দুর্ধর্ষ সন্ত্রাসী।

যুবলীগের ছত্রছায়ায় সন্ত্রাসের মহোৎসব:

সূত্র জানায়, হামলার আগে নয়ন যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং এমপি ইলিয়াস মোল্লার সঙ্গে একাধিক বৈঠক করে। এরপরই ৪ আগস্ট নয়ন তার বাহিনী নিয়ে শতাধিক সন্ত্রাসীকে মাঠে নামায়। তারা নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে আহত করে, ৩০ জনকে গুরুতর জখম করে। জ্বালিয়ে দেয় মেট্রোরেলসহ একাধিক দোকানপাট।

বিমানে গরু নয়ন:

বিদেশে বিলাসী জীবন, এলাকায় তার দখলদার বাহিনী:

হামলার পর নয়ন গা ঢাকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে। অথচ তার সন্ত্রাসী বাহিনী এখনো সক্রিয়, রীতিমতো এলাকায় আতঙ্কের রাজত্ব কায়েম করেছে। এলাকাবাসীর দাবি, নয়ন শুধু অস্ত্র ব্যবসায়ী নয়, সে ইয়াবা সিন্ডিকেটের মূল হোতা। তার দুটি বিলাসবহুল গাড়ি নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবার চালান বহন করত।

প্রশাসনের নীরবতা, পুলিশের সখ্যতা!

নয়নের মাসিক আয় ছিল প্রায় ১ কোটি টাকা! অবৈধ গ্যাস সংযোগ, বাড়ি নির্মাণের চাঁদাবাজি, কিশোর গ্যাং, জুট ব্যবসার নামে তোলাবাজি—সবই চলত খোলা চোখের সামনে। তার অনুমতি ছাড়া পল্লবীর পলাশনগরে কোনো কাজ হতো না। ভুক্তভোগীরা নয়নের বিরুদ্ধে অভিযোগ করলেও থানা তেমন আমলে নিতো না।” অনেক সময় নয়নের কাছে বসে থাকত পুলিশ সদস্যরা!

এলাকাবাসীর দাবি—গরু নয়ন ও তার গডফাদারদের গ্রেপ্তার চাই!

ইলিয়াস মোল্লার সাথে বাহিনীসহ গরু নয়ন:

পল্লবীর সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এখনো বিভিন্ন জাগায় মিছিল মিটিং অগ্নি সংযোগ ঘটছে। মিরপুর ১১ নম্বরে গত রাত রাতেও বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

গরু নয়নের অনুপস্থিতিতেও তার বাহিনী তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর একটাই দাবি—এই কুখ্যাত গডফাদার ও তার আশ্রয়দাতাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। নয়নের পৃষ্ঠপোষকদের মুখোশ উন্মোচন করা হোক!

সর্বশেষ - অন্যান্য