শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে বস্তিবাসীদের সড়ক অবরোধ, পুনর্বাসনের দাবি

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ১১, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ

রাজু আহমেদ; শনিবার ১১ জানুয়ারি ২০২৫ইং।

ঢাকা, মিরপুর ১২: বস্তি উচ্ছেদ অভিযানের ঘোষণার পর মিরপুর ১২ এর বস্তিবাসীরা ক্ষোভে ফেটে পড়ে। শনিবার বেলা ১২ পর থেকে প্রায় ১০ হাজার বস্তিবাসী সড়ক অবরোধ করে মানববন্ধনে অংশ নেন। তাদের দাবি, দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস করা এই বস্তি থেকে তাদের উচ্ছেদ করা হলে পুনর্বাসন ছাড়া তারা কোথাও যাবে না।

বস্তিবাসীরা অভিযোগ করেন, কোনো পূর্ব নোটিশ ছাড়াই একদল ব্যক্তি মাইকিং করে বস্তি ছাড়ার নির্দেশ দেয়। তাদের পরিচয় জানতে চাইলে তারা কোনো পরিচয় না দিয়ে চলে যায়। এরপরে শোনা যায়, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী বস্তি উচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে।

বস্তিবাসীদের সড়ক অবরোধ করে মানববন্ধন।

বস্তিবাসীরা বলেন, “আমরা রাষ্ট্রের গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল দিচ্ছি। আমাদের হঠাৎ উচ্ছেদ করা হলে আমরা কোথায় যাবো? পুনর্বাসনের ব্যবস্থা না করে আমাদের উচ্ছেদ করা যাবে না। আমাদের ঘর ছাড়া করার আগে আমাদের মরদেহের উপর দিয়ে যেতে হবে, যদি কেউ কাল আমাদের জোর করে উচ্ছেদ করতে আসে তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে।”

তারা আরও জানান, বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রামে ছাত্রদের পাশে দাঁড়ালেও আজ তাদের পাশে কেউ নেই। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বস্তিবাসীরা।

অবরোধ চলাকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তিবাসীদের সড়ক ছাড়ার অনুরোধ জানান এবং আলোচনার প্রস্তাব দেন। পরে বস্তিবাসীরা ওসির আহ্বানে সাড়া দিয়ে সড়ক ছেড়ে দেন এবং আলোচনায় বসতে রাজি হন।

এদিকে, বস্তি উচ্ছেদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। পরিস্থিতি শান্ত হলেও বস্তিবাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ - অন্যান্য