ঢাকা, ৩১ মার্চ ২০২৫:
রাজধানীর মিরপুর এলাকার পল্লবী থানাধীন সেকশন-১২ এর মেট্রো স্টেশনের নিচে গণপিটুনির শিকার হয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ হোসেন নামের ২৪ বছর বয়সী এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে জনতার হাত থেকে আটক হন রিয়াদ হোসেন, যিনি ছিনতাইয়ের চেষ্টায় লিপ্ত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৩:৪৫ টার দিকে রিয়াদ হোসেনের ওপর স্থানীয় জনগণ এলোপাথারি মারপিট শুরু করে। এ সময় সেনাবাহিনীর একটি টহলদল ঘটনাস্থলে হাজির হয়ে রিয়াদকে জনগণের হাত থেকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য থানায় নিয়ে যান।
শুরুর দিকে সেনাবাহিনী রিয়াদকে পল্লবী থানার ডিউটি অফিসারকে হস্তান্তর করতে চাইলে, ডিউটি অফিসার তার অবস্থার অবনতি দেখে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। প্রথমে রিয়াদকে কিংস্টন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, পরে হাসপাতালে চিকিৎসার পর সকালে রিয়াদ তার আত্মীয়-স্বজনের সাথে ফের পল্লবী থানায় ফিরে আসেন।
পরে সম্পূর্ণ অসুস্থ বোধ করায় রিয়াদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি না করে সেখান থেকে ফিরে যেতে বলেন। গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও তার অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
আসল সমস্যার শুরু তখন থেকেই। রিয়াদের স্ত্রী ও অন্যান্য আত্মীয়রা পুলিশের সহায়তায় রিয়াদকে তুলে আনার পর আবারও অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এটি একটি খুবই দুঃখজনক ঘটনা। আজ পবিত্র ঈদ খুশির দিনে ছিনতাই বা ছিনতাইয়ের সময় জনতার হাতে গণপিটুনির শিকার হয়ে রিয়াদের এভাবে অসুস্থ হয়ে মৃত্যু হওয়া আমাদের জন্য মারাত্মক উদ্বেগের বিষয়।”
সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় নতুন প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা, যেখানে গণপিটুনি এবং চিকিৎসা ব্যবস্থার প্রতি নজর দেয়ার প্রয়োজনীয়তা উল্লিখিত হয়েছে।