বাংলাদেশ একাত্তর.কম/ নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর ১১ নম্বরে বিহারী জনগোষ্ঠী অবাঙালিরা আগামীকাল সোমবার বিকাল ৩ঘটিকার সময়ে বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন বলে জানা গেছে।
তাদের দাবী পুনর্বাসন ছাড়া সুবিধা বঞ্চিত নির্যাতিত-নিপীড়িত উর্দুভাষী ক্যাম্প ও দোকানপাট উচ্ছেদ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তারা এক বিক্ষোভ মিছিল করবেন।
জানা গেছে বিক্ষোভ মিছিলে বিহারীরা শ্লোগানে সরকারের উন্নয়নে বাধা নাই – পুনর্বাসন আগে চাই।
ওয়েলফেয়ার মিশন অফ বিহারীজ বাংলাদেশ বিহারিদের একটি সংগঠন। সংগঠটির সভাপতি মো. মোস্তাক আহমেদ বলেন, বিগত অর্ধশত বছর ধরে প্রায় ৫লক্ষ উর্দুভাষী বিহারী মিরপুর সেকশন-১০, ১১, ১২ মােহাম্মদপুর জেনেভা ক্যাম্পসহ বাংলাদেশের ১৩ টি জেলায় ৮/১০ ফুট ঘিঞ্জি ক্যাম্পে অস্বাস্থ্যকর পরিবেশে সমস্ত মৌলিক অধিকার থেকে বঞ্চিত অমানবিক জীবন যাপন করিতেছে।
তিনি আরো বলেন, ১৯৭২ সালে উর্দুভাষী বিহারী জনগােষ্ঠীর নিরাপত্তা বিবেচনায় দয়ার সাগর জাতির পিতা বঙ্গবন্ধু আন্তর্জাতিক রেডক্রস-এর মাধ্যমে মিরপুর-১০, ১১, ১২ তে ক্যাম্প নির্মাণ করে বিহারীদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বসবাসের ব্যবস্থা করে দেন। এই কারণে বিহারীরা মহান নেতা বঙ্গবন্ধুর প্রতি কেয়ামত পর্যন্ত কৃতজ্ঞ থাকিবে।