ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি সঙ্গে প্রণয়ের পূর্বে, রণবীরের সঙ্গে প্রেম ছিলো আনুশকার। রণবীর-আনুশকার প্রেমের বেশ গুঞ্জন রটেছিলো বলিউডে। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর বসে নেই রণবীর সিংও, দিব্যি তিনি প্রেম করছেন আরেক বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের সঙ্গে।
সম্প্রতি আনুশকা ইতালিতে গিয়ে বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে। পুরনো প্রেমিকার বিয়েতে শুভেচ্ছা জানাতে বিরাট-আনুশকার নতুন বাড়িতে একটি উপহার পাঠায় রণবীর। তবে উপহারটি রণবীর একা পাঠাননি, সঙ্গে ছিলেন দীপিকাও। রণবীর-দীপিকা যৌথভাবে একটি সুন্দর ফুলের তোড়া এবং সঙ্গে একটি চিরকুট পাঠায় আনুশকাকে, যেখানে রণবীর-দীপিকার সিগনেচার করা ছিল। তবে বিয়ের পরে বিরাট-আনুশকা এখনো পর্যন্ত ইতালি থেকে তাদের মুম্বাই এর নতুন বাড়িতে ফেরেনি বলে রণবীর-দীপিকার ঐ উপহারটি তাদের কাছে পৌঁছায়নি এখনো।