বঙ্গবন্ধুর খুনির কবর বাংলার মাটিতে থাকতে পারবেনাঃ আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা।
বাংলাদেশ একাত্তর.কম / সাদ্দাম হোসেন মুন্না
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পল্লবী ও রূপনগর থানা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) বিকাল ৫ ঘটিকার সময় রাজধানীর মিরপুর সাড়ে এগারো সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিল এ উপস্থিত থেকে পল্লবী থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা (এমপি) প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজ ১৫ই আগস্ট আমাদের শোকের মাস, বাঙ্গালী জাতির কান্নার মাস, এই দিনে ঘাতকদের গুলিতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছিলো। যার মুল খল-নায়ক ছিলো জিয়াউর রহমান।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিরা এখনো বিভিন্ন স্থানে পালিয়ে আছে তাদের ফিরিয়ে এনে বাংলার মাটিতে ফাঁসিতে ঝুলিয়েই শাস্তি নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শকে তারা হত্যা করতে পারে নাই। আজকে বলতে চাই সেই জিয়াউর রহমান কবরে শুয়ে আছে তিনিও গুলির আঘাতে মৃত্যু বরণ করেন। তাই জিয়াউর রহমানের কবর সংসদের উত্তর পাশে থাকতে দেওয়া হবেনা তার কবর উৎখাত করে অন্য-কোথাও পাঠিয়ে দিতে হবে।
আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা (এমপি) আক্ষেপ করে আরো বলেন, আওয়ামীলীগের ভিতরে এমন যারা আছেন যারা আওয়ামীলীগ করেও আওয়ামীলীগের ক্ষতি করেন তারা সাবধান হয়ে জান এবং প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে দল পরিচালনা করেন, তা না হলে জনগন আপনাদেরকে প্রত্যাখান করবে।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীসহ পল্লবী ও রুপনগর এলাকার স্থানীয় আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবন্দরা।