বাংলাদেশ একাত্তর অনলাইন ডেস্ক:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহযোগী, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, সিতারামপুর গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ মকসুদুল ইসলাম এর স্মরণে শীতবস্ত্র বিতরণ।
গত (১৯ জানুয়ারি ২০২৪) শুক্রবার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াসিউজ্জামান লেলিন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সিতারামপুর গ্রামের ২৫০ টির অধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র( কম্বল) বিতরণ করেন।
এর আগে বাদ জুম্মায় তিনি গ্রামের আমতলা মসজিদ ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন এবং মাদ্রাসার এতিম ও অসহায় শিশুদের পাঠ্যবই কেনার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এছাড়া তিনি কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়িতেও কয়েদিদের জন্য কম্বল প্রদান করেন।
উপর্যুক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সীতারামপুর গ্রামের কৃতি সন্তান বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াসিউজ্জামান লেলিনের বড় ছেলে বানিজ্য মন্ত্রণালয়ের আইসিএমএবি’র উপপরিচালক মোঃ নাঈম-উজ-জামান প্লাবন ও তার স্ত্রী এডভোকেট আলীয়া হোসেন মুক্তি, ছোট ছেলে নাসিম-উজ-জামান পল্লব সহ অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন। উক্ত গ্রামের প্রবীন বাসিন্দা লুৎফর রহমান সিকদার, মিরাজুল ইসলাম রাচ্চু, পুইশুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান সিতারামপুর গ্রামের মরহুম সিরাজুল ইসলাম সিকদারের বড় ছেলে নাজমুল সিকদার, একই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান সিতারামপুর গ্রামের মরহুম জিন্দার আলী সিকদারের ভাতিজা মাসুম শিকদার, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব কাইয়ুম সিকদার সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।