বাংলাদেশ একাত্তর; ৩১ মার্চ ২০২৫
জাতীয় ঈদগাহ ময়দানে আজ অনুষ্ঠিত ঈদুল আযহার নামাজে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজকীয় চেয়ারে বসে নামাজ আদায় করেন। তাঁর অবস্থান নিয়ে কিছু আলোচনা হলেও বক্তৃতা দেয়ার সময় দাঁড়িয়ে ভূমিকা পালন করেন তিনি।
নামাজের পর মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, “ঈদ হলো দূরত্ব ঘোচানোর ঈদ, নৈকট্যের ঈদ, ভালোবাসার ঈদ। আমাদের উচিত গভীর ভালোবাসায় এই দিনটি উদ্যাপন করা।”
তিনি উল্লেখ করেন, “আজকের দিনে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে চাই। যাঁরা দেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের স্মরণ করে আমরা আল্লাহর কাছে মোনাজাত করি।”
স্বদেশে থাকা প্রবাসী শ্রমিক ভাইদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধান উপদেষ্টা বলেন, “জাতির পক্ষ থেকে তাঁদের ঈদ মোবারক জানাচ্ছি। যেখানেই থাকুন, আমরা আপনাদের অভিবাদন জানাচ্ছি।”
সর্বশেষে তিনি বলেন, “শত বাধা সত্ত্বেও, আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশা আল্লাহ।”
প্রধান উপদেষ্টার এই বক্তব্য জনগণের মধ্যে একতা এবং শুভেচ্ছার বার্তা ছড়িয়ে দিলো।