নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ ২০২৫
ঢাকা, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এর নির্দেশনায় এবং পল্লবী থানা যুবদলের নেতাকর্মীর তত্ত্বাবধানে আজ মঙ্গলবার রোজাদার ব্যক্তিদের মাঝে ধারাবাহিক ইফতার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পল্লবী থানা যুবদলের উদ্যোগে আয়োজিত এ ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া সহ থানার অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ।
ঢাকা মহানগর উত্তর (২নং ওয়ার্ড) যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, রমজান মাস জুড়ে এই ধরনের ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তারা।
অনুষ্ঠানে আগত নেতাকর্মীরা দলের ঐক্য ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।