নিজস্ব প্রতিবেদক: ১৭ ফেব্রুয়ারী ২০২৫ইং
রাজধানীর মিরপুর কালশি রোডের সাংবাদিক প্লট এলাকায় শিশুসন্তানদের দিয়ে ভিক্ষাবৃত্তির অভিযোগে পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনগণ। সন্দেহ করা হচ্ছে, তারা শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।
ঘটনাটি ঘটে গত শুক্রবার দিবাগত রাতে, পল্লবী থানার সেকশন-১১, বি ব্লকে। এলাকাবাসীর সন্দেহ হলে তারা অভিযুক্তদের আটক করে এবং পুলিশকে খবর দেন। তবে পুলিশ যথাসময়ে উপস্থিত না হওয়ায়, সাংবাদিকদের সহায়তা নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতরা শিশুদের ভিক্ষার কাজে ব্যবহার করছিল এবং পাচারের ফাঁদ তৈরি করেছিল। এমনকি এক শিশুকে ১০ দিন ধরে না খাইয়ে রেখে, তার অর্জিত ভিক্ষার অর্থ আত্মসাৎ করছিল তারা। শিশুটির বয়স মাত্র সাড়ে তিন বছর। আটককৃতরা দাবি করেন, তারা স্বামী-স্ত্রী হলেও বর্তমানে আলাদা থাকেন এবং মেয়েশিশুর অভিভাবকত্ব নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে। তাদের মূল পেশা ভিক্ষাবৃত্তি এবং সন্তানের অভিভাবকত্ব যে নেবে, সে দৈনিক হাজার টাকার বেশি আয় করতে পারবে।
স্থানীয় বাসিন্দা সোলায়মান ও সৈয়দ উসামা বলেন, পুলিশ ঘটনা স্থলে আসতে অনেক দেরি করায় এলাকাবাসী আমাদের জানায়, পরে আমরা ফোন করলে পুলিশ সদস্য মিজানুর রহমান অশোচনীয় আচরণ করে এমনকি সাংবাদিক পরিচয় জেনেও আরও ক্ষিপ্ত হয়ে উঠেন।
এ বিষয়ে পল্লবী থানার এসআই মিজানুর রহমান বলেন, “তারা শিশু পাচারকারী নয়, বরং ভিক্ষাবৃত্তিতে লিপ্ত। এলাকাবাসী তাদের সন্দেহ করে আটক করেছে।” সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি নতুন এসেছি, কেন খারাপ ব্যবহার করব? সেদিন অন্য একটি ঘটনা ঘটেছিল, যেখানে ভাই-বোনকে গুলি করা হয়।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী শিশুদের সুরক্ষার জন্য প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তথ্যসুত্র: সোলায়মান ও উসামা