বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ

রাজু আহমেদ: প্রকাশিত, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

সারাদেশে ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা মানববন্ধন করে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছে। তাদের মতে, অপরাধীর প্রকাশ্যে বিচার হলে অপরাধ প্রবণতা শূন্যের কোটায় নেমে আসবে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বর্তমানে অনেক অপরাধী আদালতের দীর্ঘসূত্রতা ও আইনের ফাঁকফোকরের কারণে খালাস পেয়ে যায় এবং পুনরায় একই অপরাধে লিপ্ত হয়। ফলে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। তারা আরও বলেন, সমাজে অনেক সময় প্রভাবশালী ধর্ষকরা ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে আরও বেশি অপরাধ করার সাহস পায়।

এই দাবির পক্ষে সমর্থন জানিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ রোধে কঠোর শাস্তির ব্যবস্থা থাকা জরুরি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হলে প্রচলিত আইনে পরিবর্তন আনা দরকার।

মানববন্ধনে অংশ নেওয়া এক ধর্ষণের শিকার শিশুর পিতা বলেন, “আমার মেয়েটা নিষ্পাপ ছিল, কিন্তু কিছু নরপশুর কারণে আজ তার জীবন শেষ হয়ে গেছে। আমরা শুধু ন্যায়বিচার চাই।”

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ও সরকারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। তাদের মতে, আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা গেলে সমাজে শৃঙ্খলা ফিরে আসবে এবং নারীরা নিরাপদ বোধ করবে।

আইন সংশোধনের দাবি

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ধর্ষণের মতো অপরাধে আপিলের সুযোগ না রেখে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করে প্রকাশ্যে শাস্তি কার্যকর করলে সমাজে অপরাধ প্রবণতা কমবে। আইন সংশোধনের মাধ্যমে কঠোরতম শাস্তি নিশ্চিত করার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এই দাবির পক্ষে সাধারণ জনগণও সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এখন দেখার বিষয়, আইন প্রয়োগকারী সংস্থাগুলো ও সরকার কত দ্রুত এই বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেয়।

সর্বশেষ - অন্যান্য