জাকির হোসেন: ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৫ইং
রাজধানীর ডেমরায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি তারেক রহমানের নির্দেশে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানাধীন ৬৬ নম্বর ওয়ার্ড বামৈল ইউনিট বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ঢাকা-৫ আসনে বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব নবী উল্লাহ নবী।
ডেমরা থানার ৬৬ নম্বর ওয়ার্ড বামৈল ইউনিট বিএনপির সভাপতি কামরুজ্জামান জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জুলহাস শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. মনির হোসেন খান, ডেমরা থানা বিএনপি নেতা ফারুক আহমেদ সাদু, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ৭০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গরিব উল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী, ডেমরা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবীবুর রহমান প্রধান এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির মুন্সি।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোকে বিএনপির দায়িত্বের অংশ হিসেবে উল্লেখ করেন নেতারা।”