রাজু আহমেদ: প্রকাশিত, শুক্রবার, ২৭ ডিসেম্বর।
ঢাকা: ছাত্রদলের পদবঞ্চিত নেতারা আগামী ২৯ ডিসেম্বর, রবিবার সকাল ১১ ঘটিকার সময়ে পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করবেন। তাদের দাবি, আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার পরেও দলীয় হাইকমান্ড তাদের প্রতি সুবিচার করেনি।
পদবঞ্চিত নেতাদের অভিযোগ, দলের দুর্দিনে রাজপথে থেকে তারা হামলা-মামলার শিকার হয়েছেন, কারাবাস করেছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন। অথচ এখন পদ পাওয়া অধিকাংশ নেতাই রাজপথে অনুপস্থিত ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখেননি।
এক নেতা জানান, “আমরা ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলার শিকার হয়েছি। থানায় নির্যাতনের শিকার হয়েও দলের জন্য লড়াই করেছি। কিন্তু আজ আমাদের ত্যাগের কোনো মূল্যায়ন নেই। টাকা ও প্রভাব খাটিয়ে যারা পদে বসেছে, তাদের অধিকাংশই আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ছিল না।”
তারা আরও জানান, বর্তমান ১৩টি “অবৈধ কমিটি” বর্জনের দাবিতে তারা রাস্তায় নেমেছেন। “আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে,” বলেছেন এক পদবঞ্চিত নেতা।
পদবঞ্চিত নেতারা বলেন, দলের প্রতি তাদের আস্থা অটুট। তবে তারা আশা করেন, হাইকমান্ড তাদের দাবিগুলো আমলে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে।
এই বিষয়ে বিএনপি বা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।