চাঁদপুরে ব্যবসায়ীক কোন্দলে খুন হন উজ্জ্বল মিয়াজি, ঘটনার ২৪ দিন পার হলেও কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
বাংলাদেশ একাত্তর.কম/নিজেস্ব প্রতিবেদক;
ঢাকা নিউ মার্কেট; চাঁদপুরে ব্যবসায়ীক কোন্দলে পূর্ব শত্রুতার জেরে খুন হন উজ্জ্বল মিয়াজি নামে এক ব্যবসায়ী।
গত শুক্রবার (২৭ মে) ঢাকার নিউ মার্কেট পার্বন রেষ্টুরেন্টে স্বরণ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নিহতের স্বজনরা উজ্জ্বল মিয়াজির স্মৃতি চারণে অশ্রুসিক্ত হয়ে বলেন এত দিনেও প্রশাসনের লোকজন আসামিদের কাউকেই গ্রেফতার করতে পারেনি। আমরা মামলা করেও পড়েছি বিপাকে, খুনিদের পক্ষ নিয়ে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা খুনিদের দেখি কিন্ত প্রশাসনের কেউ তাদের খুজে পাচ্ছেনা। এটা অত্যন্ত দুঃখ জনক কথা। বর্তমান সময়ে আলোচিত হত্যার আসামীরা বুক ফুলিয়ে চলছে। হত্যার ২৪ দিন অতিবাহিত হলেও কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
সুত্র বলছে, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে চাঁদপুর মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে ষাটনল পর্যটক কেন্দ্রে মোবাইল ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গত ৫ মে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, নৌ ডাকাত বাবলা ওরফে উজ্জ্বল খালাশী ও কবির খালাসি সহ এ চক্রের সহযোগীরা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।
নিহতের স্বজনরা জানান, গত ৫ মে বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের কালিরচর এলাকায় ঢাকার যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যাবসায়ী উজ্জ্বল মিয়াজী ঈদ পুর্নমিলনীর অনুষ্ঠানে যোগ দিতে মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্রে আসেন। রাতে অনুষ্ঠান স্থল পরিদর্শন করতে গেলে উৎপেতে থাকা ঘাতকরা উজ্জ্বল মিয়াজিকে শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা নিশ্চিত করে।
এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আসামী করা হয় বাবলা ওরফে উজ্জ্বল খালাশীসহ মোট ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫-২০ জনের বিরুদ্ধে।
এ বিষেয় মতলব উত্তর থানার কর্মকর্তা ওসি বলেন, মামলা হয়েছে আসামীরা গা-ঢাকা দিয়েছে। তাদের আটকে ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।