শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গণমাধ্যমের ব্যতিক্রমী উদ্যোগ: অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ১৪, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত, শুক্রবার ১৪ মার্চ ২০২৫

ঢাকা, রাজধানীর পল্লবী শহিদ জিয়া মহিলা কলেজ সংলগ্ন মুড়াপাড়া ক্যাম্প এলাকায় তিনটি স্বনামধন্য গণমাধ্যম—দৈনিক বাঙ্গালীর কাগজ, দৈনিক খবরের আলো এবং সাপ্তাহিক নতুন বার্তা—এর যৌথ উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর বিকাল ৩ ঘটিকায় আয়োজিত এই মহতী কর্মসূচিতে ৩০০ পরিবারের মাঝে পাঞ্জাবি ও থ্রি-পিস বিতরণ করা হয়।

ঈদ উপহার পেয়ে আনন্দিত সুনুজ, পুতুল, দোলন, নিলু, হামজা ও সেফার মা। সুনুজ বলেন, “আমাদের জন্য ঈদ মানেই কষ্ট। কিন্তু এবার নতুন কাপড় পেয়ে মনে হচ্ছে আমরাও ঈদ করতে পারব।”

সেফার মা আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি তো এখন থ্রি-পিস পরতে পারি না, বয়স হয়ে গেছে। কিন্তু এগুলো আমার মেয়ে, নাতি বা ছেলের বউয়ের জন্য রেখে দেব। ওদের ঈদ আনন্দ হবে, এতেই আমি খুশি।”

পুরুষদের মধ্যেও দেখা গেছে এক অনন্য দৃষ্টান্ত। অনেকে নিজের জন্য পাঞ্জাবি না নিয়ে মেয়ে, নাতনি বা ছেলের বউয়ের জন্য থ্রি-পিস বেছে নিয়েছেন। এক প্রৌঢ় ব্যক্তি বলেন, “আমার মেয়েটা নতুন জামা চেয়েছিল, কিন্তু কিনতে পারিনি। আজ ওর জন্য এটা নিতে পেরে খুব ভালো লাগছে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, “আমরা দীর্ঘ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়ে প্রথমবারের মতো ঈদ উদযাপন করছি। এই ঈদের আনন্দ সবাইকে ভাগ করে নিতে হবে। গণমাধ্যমের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

দৈনিক বাঙ্গালীর কাগজের সম্পাদক ও প্রকাশক আকতার হোসেন সাদ্দাম বলেন, “আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল লক্ষ্য।”

দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক মোঃ আমিরুজ্জামান বলেন, “আমরা নিয়মিতভাবে ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছি। এর আগে রাজধানীর পল্লবীর রাজুর বস্তিতেও আমরা একই উদ্যোগ নিয়েছিলাম। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

সাপ্তাহিক নতুন বার্তা’র সম্পাদক ও প্রকাশক ইউসুফ আহমেদ তুহিন বলেন, “নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। গণমাধ্যমের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের বলেন, “গণমাধ্যমের পক্ষ থেকে এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। সমাজের সকল বিত্তবানকেই এগিয়ে আসতে হবে।”

এসময় আর-ও উপস্থিত ছিলেন যুগান্তর মিরপুর প্রতিনিধি আফজাল হোসেন, বাংলা টিভি (ডিজিটাল) ও বাংলাদেশ একাত্তর, রাজু আহমেদ, দেশনেত্র আব্দুল্লাহ আল মাসুম, আমার প্রানের বাংলাদেশ মীর আলাউদ্দীন,এশিয়ান টিভি পল্লবী প্রতিনিধি শেখ মিজানুর রহমান মিন্টু, শিকড়ের সন্ধানে হুমায়ুন কবির, শেষ বার্তা সোলাইমান প্রমুখ।

উল্লেখ্য, এর আগে ৬ মার্চ পল্লবীর বালুর মাঠ বস্তিতে বিভিন্ন গণমাধ্যমের উদ্যোগে ২০০ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছিল।

সর্বশেষ - অন্যান্য