মঙ্গলবার , ২৩ মে ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

খুলনায় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ-আত্মসাতের মামলা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ২৩, ২০২৩ ১২:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/ খুলনা: প্রতিনিধি:

খুলনার একটি ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংক লিমিটেডের খুলনা নগরের বয়রা মহিলা শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।,

ওই ব্যাংক কর্মকর্তার নাম বাহাউদ্দিন আহমেদ। তিনি ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা (সিনিয়র অফিসার) হিসেবে দায়িত্বরত আছেন। তার বিরুদ্ধে শাখা ব্যবস্থাপককে না জানিয়ে ব্যাংক থেকে ৮৯ লাখ ৫০ হাজার টাকা তুলে নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠে। পরে এ বছরের জানুয়ারি মাসে দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনা শাখায় মামলাটি করেন দুদক খুলনার সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ।,

মামলার বিষয়টি নিশ্চিত করে দুদক খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, ‘দীর্ঘদিন তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। বাদীকেই মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।’

মামলার এজাহারে বলা হয়েছে, ‘বাহাউদ্দিন আহমেদ ওই ব্যাংকের দায়িত্বে থাকাকালীন ২০২২ সালের ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ৭টি লেনদেনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ৮৫ লাখ টাকা উত্তোলন করেন। ৩১ অক্টোবর ওই টাকা ইন্টারেস্ট পে-অ্যাবল অন এফডিআর থেকে ৭১ লাখ টাকা ও ব্যাংকের চলতি হিসাব নম্বর থেকে ১৪ লাখ টাকা দিয়ে সমন্বয় করেন।

পরে একই বছরের ৭ ও ৯ নভেম্বর ইন্টারেস্ট পে-অ্যাবল অন এফডিআর থেকে যথাক্রমে ৯ লাখ ও ৯ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ১৮ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। দায়িত্বে থাকাকালীন তিনি সর্বমোট ৮৯ লাখ ৫০ হাজার টাকা প্রতারণা, জাল ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ এবং ব্যাংক চালানে প্রায় এক কোটি ৮৫ লাখ টাকার গড়মিল করেছেন।’

ব্যাংক লেনদেনের সময় বাহাউদ্দিন ওই শাখার ব্যবস্থাপক মাসুকা নাসরিন ও জোতি প্রভা রায়ের আইডি কৌশলে তাদের অজান্তে ব্যবহার করে সব টাকা আত্মসাৎ করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ