কুঁদঘাটে তৃণমূল নেতার দাদাগিরি’ দলবল নিয়ে অটোচালকদের উপর হামলা ভাংচুর।
ডেস্ক রিপোর্ট:
কুঁদঘাটে ‘দাদাগিরি’র অভিযোগ উঠল তৃণমূলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। অভিযোগ, শনিবার রাতে স্থানীয় অটোচালকদের উপর হামলা চালান তিনি। ভাঙচুর করা হয় অটো।
কোলকতার কুঁদঘাটে দাদাগিরি’র অভিযোগ উঠে তৃণমূলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। গত শনিবার রাতে স্থানীয় অটোচালকদের উপর হামলা চালান তিনি। ভাঙচুর করা হয় অটো। এক অটোচালকের মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। তা নিয়ে রবিবার সকাল থেকেই উত্তেজনা কুঁদঘাটে। এর জেরে আপাতত অটো পরিষেবা বন্ধ রেখেছেন অটোচালকেরা। পুলিশ গিয়েছে ঘটনাস্থলে।
স্থানীয় সূত্রে খবর, ১১৬ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন অটোচালকেরা। তাঁদের অভিযোগ, শনিবার রাত ৩টে নাগাদ তাঁদের উপর হামলা চালান ওই শাসক নেতা ও তাঁর দলবল। অটোতেও ভাঙচুর চালানো হয়েছে। উল্টে দেওয়া হয়েছে দু’টি অটো। অটোচালকদের দাবি, অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, হামলার ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু তৎক্ষণাৎ কোনও পদক্ষেপ নেয়নি। এক অটোচালকের কথায়, পুলিশ তো প্রায়ই এই এলাকায় টহল দেয়। কিন্তু এই ঘটনার পর আর পুলিশের দেখা মিলছে না।’’ স্থানীয় কাউন্সিলর কেন ঘটনাস্থলে এলেন না, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অটোচালকেরা।
সুত্র: আনন্দন বাজার