কিডস স্কুল ও সাংস্কৃতিকধারার বৈশাখী উৎসব।
কিডস ইন্টরন্যাশনাল স্কুল ও জাতীয় সাংস্কৃতিকধারার বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৈশাখের কবিতা, ছড়া, নৃত্য ও গান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, আলোচনা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক আয়োজনে অতিথি ছিলেন জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি কবি চঞ্চল মেহমুদ কাশেম, বাংলাদেশ এডুকেশন সোসাইটির সভাপতি শান্তা ফারজানা, দেশ ই-কমার্স-এর কর্ণধার আরিফুজ্জামান ও অনলইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী। মোহাম্মদপুরস্থ কিডস স্কুল মিলনায়নে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন কিডস ইন্টরন্যাশনাল স্কুল-এর অধ্যক্ষ নাজমুন নাহার শ্রাবণী। সঞ্চালনা করেন নাসরিন শিমু ও অনন্যা মেহমুদ। প্রতিযোগিতায় বিজয়ী সাদিয়া তনু, মারুফ, জামি, রাজ সহ অর্ধ শত শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার সৌজন্যে বই তুলে দেন অতিথি ও শিক্ষকবৃন্দ।