মীর আলাউদ্দীন:
মিরপুরে আলোচিত জুলাই গণহত্যার মামলায় অভিযুক্ত ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মো. মাইনুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে মিরপুর থানা বিএনপির অন্যতম প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন জনির খাসকামরা থেকে গত ১৯ ফেব্রুয়ারী এলাকাবাসীর সহযোগিতায় আটক করে পুলিশ।
জানা যায়, গ্রেফতারকৃত মাইনুদ্দিন মিরপুর থানায় দায়েরকৃত মামলা নং ২৫/৪৩০-এর এজাহারভুক্ত ২২ নম্বর আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। তবে বিএনপি নেতা মেজবাহ উদ্দিন জনি তাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, ৫ আগস্টের পর থেকেই জনি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সুবিধা প্রদান করে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী একত্রিত হয়ে তার বাসায় অভিযান চালায় এবং মাইনুদ্দিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয়দের দাবি, মাইনুদ্দিন ছিলেন আওয়ামী লীগ নেতা মাইনুল হোসেন খান নিখিলের ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি ছাত্র ও জনতা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এলাকাবাসী বলেন, স্বৈরাচারী শক্তিকে প্রতিহত করতে তারা একজোট হয়ে মাইনুদ্দিনকে আইনের হাতে তুলে দিয়েছে।
মিরপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাইনুদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে অন্যান্য তথ্য উদঘাটন করা হবে।